শিরোনাম

রংপুর, ২৯ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : রংপুর সদরে ‘মেধাবীর খোঁজে-২০২৫’ শীর্ষক কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সবুজ সৈনিক ফাউন্ডেশনের আয়োজনে গতকাল রোববার বিকেলে রংপুর সদর উপজেলার পাগলাপীর স্কুল ও কলেজ মাঠে এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রতিরামপুর বানিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় কমিটির সদস্য প্রকৌশলী মো. আব্দুল মুনঈম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন রংপুর ক্রীড়া সংস্থার সদস্য মো. শেখ রেজওয়ান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর তালেব ভাইজান এবং নাট্যকর্মী রঞ্জু ও শাহিন। এ ছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়। এ সময় অনুষ্ঠানে সার্বিক সহযোগিতার জন্য ‘হাতের মুঠোয় পাগলাপীর’ অ্যাপের প্রতিষ্ঠাতা ফরহাদ এলাহীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
পাগলাপীর এলাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৫০০ শিক্ষার্থীর মধ্য থেকে তিনটি বাছাই পর্ব শেষে সেরা ১০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। সেরা মেধাবী হিসেবে পাগলাপীর একাডেমির দশম শ্রেণির ছাত্রী দিশরাত জাহানকে একটি ট্যাব, মেডেল ও ক্রেস্ট দেওয়া হয়।
পুরস্কার বিতরণ শেষে কনটেন্ট ক্রিয়েটররা শিক্ষার্থীদের জন্য বিনোদনমূলক পরিবেশনা উপস্থাপন করেন।
অনুষ্ঠানে সবুজ সৈনিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা তাওহিদ, সাধারণ সম্পাদক জিমসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ‘হাতের মুঠোয় পাগলাপীর’ অ্যাপের প্রতিষ্ঠাতা ও পরিচালক ছাদেকুল ইসলাম রাজু।