শিরোনাম

মাদারীপুর,২৯ ডিসেম্বর ২০২৫ (বাসস): ইয়াবা ও হিরোইনসহ মাদারীপুর জেলার শীর্ষ সন্ত্রাসী এবং হত্যা মামলাসহ ১৫ মামলার আসামি পল্টু আকাশ ওরফে আকাশ ফকির (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জাহাঙ্গীর আলম গতকাল রোববার রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, শনিবার ৬টা ৪৫ মিনিটে মাদারীপুর সদর থানাধীন পশ্চিম রাস্তি এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে পল্টু আকাশকে গ্রেফতার করা হয়।
পুলিশ সুপার মো. এহতেশামুল হকের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলমের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সদর থানা পুলিশের সমন্বয়ে গঠিত একটি যৌথ দল অভিযানটি পরিচালনা করে।
অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পল্টু আকাশ বাসার ছাদের টিন কেটে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। পরে তার বাসা তল্লাশি করে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট, ১০০ পুরিয়া (প্রায় ১০ গ্রাম) হিরোইন, মাদক বিক্রির নগদ ৬৭ হাজার ১০০ টাকা এবং মাদক ব্যবসায় ব্যবহৃত তিনটি স্মার্টফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও নগদ অর্থ সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম আরও জানান, গ্রেফতারকৃত আকাশ ফকিরের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, দস্যুতা, ছিনতাই, ডাকাতির প্রস্তুতি, বিশেষ ক্ষমতা আইন ও একাধিক মাদক আইনের মামলাসহ বিভিন্ন থানায় মোট ১৫টি মামলা বিচারাধীন রয়েছে।
তিনি সদর উপজেলার পূর্ব রাস্তি এলাকার মৃত পল্টু ফকির ও আকলিমা বেগমের পুত্র। আগেও বিভিন্ন সময়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও থানা পুলিশের অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে। বিভিন্ন মামলায় তিনি হাজতবাসও করেছেন।
জাহাঙ্গীর আলম জানান, অবৈধ ইয়াবা ও হিরোইন বহন ও বিক্রির অভিযোগে গ্রেফতারকৃত পল্টু আকাশের বিরুদ্ধে মাদারীপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।