শিরোনাম

মাদারীপুর, ৩ জানুয়ারি, ২০২৫ (বাসস): আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-৩ সংসদীয় আসনে দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
মাদারীপুর জেলা প্রশাসনের আয়োজনে আজ শনিবার মাদারীপুর জেলা প্রশাসক কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
মাদারীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম মনোনয়নপত্রের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামান পলাশ এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর প্রার্থী আমিনুল ইসলামের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।
অপরদিকে একই আসনে বিএনপির প্রার্থী ও বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার, জামায়াতে ইসলামির প্রার্থী রফিকুল ইসলাম, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)-এর প্রার্থী নিতাই চক্রবর্তী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আজিজুল হকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
এসময় উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমে জেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ প্রশাসনের প্রতিনিধি, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), পল্লী বিদ্যুৎ সমিতি ও বিভিন্ন ব্যাংকের কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা।