বাসস
  ২০ জানুয়ারি ২০২৬, ১৭:৩৯

নড়াইলে যৌথবাহিনীর অভিযানে দেশি অস্ত্র ও গুলিসহ আটক ১

ছবি : বাসস

নড়াইল, ২০ জানুয়ারি ২০২৬ (বাসস): জেলার কালিয়া উপজেলার নড়াগাতিতে যৌথবাহিনী অভিযান চালিয়ে দুই রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ সৈয়দ রাকিবুল ইসলাম ওরফে মিশান মীর (৩৩) নামে এক যুবককে আটক করেছে। 

নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম জানান, আজ ভোর রাতে নড়াগাতি থানার খাশিয়াল ইউনিয়নের টোনা গ্রামে অভিযান চালিয়ে মিশান মীরকে অস্ত্রসহ আটক করা হয়। আটক মিশান মীর টোনা গ্রামের হোসেন মীরের পুত্র।  

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোররাতে কালিয়া উপজেলার নড়াগাতি থানার খাশিয়াল ইউনিয়নের টোনা গ্রামে মিশান মীরের বাড়িতে যৌথবাহিনীর সদস্যরা অভিযান চালায়। এ সময় তার বাড়ি থেকে শর্টগানের দুই রাউন্ড গুলি, ১০টি চাপাতি, ২টি হাসুয়া, ৪টি বড় ছুরি, ৫টি ফলা, ৪টি ঢাল, চাইনিজ কুড়াল, রামদাসহ বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

ওসি জানান, অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য নিয়মিত অভিযানের অংশ হিসেবে যৌথবাহিনী আজ ভোর রাতে টোনা গ্রামের মিশান মীরের বাড়িতে অভিযান চালায়। অভিযানে গুলিসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় এবং মিশানকে আটক করা হয়। তিনি বলেন, এ ব্যাপারে নড়াগাতি থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।