শিরোনাম

রংপুর, ২১ ডিসেম্বর, ২০২৫ (বাসস): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি অনুযায়ী রংপুর জেলার ছয়টি সংসদীয় আসনে দাখিলকৃত মনোনয়নপত্র বাছাইয়ের কর্মসূচি চূড়ান্ত করা হয়েছে।
গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ১৪ অনুচ্ছেদের বিধান অনুসারে রংপুর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ এনামুল আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সময়সূচি জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আগামী ১ জানুয়ারি থেকে ৩ জানুয়ারি ২০২৬ পর্যন্ত মনোনয়নপত্র বাছাই অনুষ্ঠিত হবে।
রংপুর-১ ও রংপুর-২ আসনের মনোনয়ন বাছাই ১ জানুয়ারি (বৃহস্পতিবার), রংপুর-৩ ও রংপুর-৪ নং আসনের মনোনয়ন যাছাই ২ জানুয়ারি (শুক্রবার) এবং রংপুর-৫ ও রংপুর-৬ আসনের মনোনয়ন যাছাই ৩ জানুয়ারি (শনিবার), ২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মনোনয়নপত্র বাছাইয়ে প্রার্থী নিজে, তার প্রস্তাবকারী, সমর্থনকারী বা প্রার্থী কর্তৃক নিযুক্ত ব্যক্তি (আইনজীবীসহ) উপস্থিত থাকতে পারবেন।
মনোনয়নপত্র গ্রহণের সময় সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং অফিসাররা প্রাপ্তি স্বীকার রশিদ প্রদান করবেন এবং বাছাইয়ের নোটিশে উল্লিখিত তারিখ, সময় ও স্থান নিশ্চিত করবেন। প্রয়োজনে কর্তৃপক্ষ বিশেষ পরিস্থিতিতে সময়সূচি পরিবর্তন করতে পারবেন।
উল্লেখ্য, ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত এই ছয়টি আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময়।