শিরোনাম

রংপুর, ২১ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর অংশ হিসেবে জেলার পীরগাছা উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের (নিষিদ্ধ) পাঁচ নেতাকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। গতকাল শনিবার বিকেলে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলেন, পীরগাছা উপজেলার পারুল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সক্রিয় সদস্য কামরুজ্জামান পলাশ (৩৮), পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল কুদ্দুস ভুঁইয়া (৭২), পারুল ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম ও মাসুদ রানা (৩৮), পারুল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সক্রিয় সদস্য মামুনুর রশিদ (৩৫) এবং টেপামধুপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান (৩৯)।
ওসি বলেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আদালতে পাঠানো হয়েছে। অপারেশন ডেভিল হ্যান্ড এর অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’