বাসস
  ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:০০
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:৪২

কেরানীগঞ্জের জামেলা টাওয়ারের অগ্নিকাণ্ডস্থলে বিজিবি মোতায়েন

ঢাকা, ১৩ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : আজ ভোরে ঢাকার কেরানীগঞ্জের বাবুবাজার এলাকার জামেলা টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষা ও উদ্ধার কার্যক্রমে সহায়তার জন্য বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের মোতায়েন করা হয়েছে।

অভিযান চলাকালে এলাকাটিকে নিরাপদ রাখা, জনসমাগম নিয়ন্ত্রণ ও জরুরি সেবা দানকারী সংস্থাগুলোর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে, ঘটনাস্থলে বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে।

বাহিনীর জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম বিজিবি মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছেন।

ভোরের দিকে ১২তলা ভবনটির নিচতলায় আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (এফএসসিডি) সূত্রে জানা যায়, ভোর ৫টা ৩৭ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায় এবং আট মিনিটের মধ্যেই ভোর ৫টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে।

এফএসসিডি’র মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, ভবনটি থেকে ৪২ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

কেরাণীগঞ্জ, সদরঘাট ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে মোট ১৮টি ইউনিট বর্তমানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, কী কারণে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। 

পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর, এ বিষয়ে তদন্ত করা হবে।