বাসস
  ১২ জানুয়ারি ২০২৬, ১৮:৩৫

গত ১ মাসে সীমান্তে মাদক পাচার ও চোরাচালানে জড়িত ১৭১ জনকে আটক করেছে বিজিবি

ঢাকা, ১২ জানুয়ারি, ২০২৬ (বাসস) : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত ১ মাসে সীমান্তে মাদক পাচার ও চোরাচালানে জড়িত ১৭১ জনকে আটক করেছে। 

এছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার দায়ে ১৩৪ জন বাংলাদেশী নাগরিক, ১৫ জন ভারতীয় নাগরিক ও ২৭৬ জন মিয়ানমার নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

বিজিবি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে। অভিযানে ১৫৫ কোটি ৫৯ লাখ ১১ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করা হয়েছে।

জব্দকৃত চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে-২ কেজি ৬৩.৩৮ গ্রাম স্বর্ণ, ১৪ হাজার ৮৮৩টি শাড়ী, ২৬ হাজার ১০০টি থ্রিপিস/শার্টপিস/চাদর/কম্বল, ২৬ হাজার ৫২০টি তৈরী পোশাক, ৯ হাজার ৮৮৩ মিটার থান কাপড়, ৪ লাখ ৪৩ হাজার ৬৪৬টি কসমেটিক্স সামগ্রী, ১৬ হাজার ৯৫৪ পিস ইমিটেশন গহনা, ৩৩ লাখ ৮৬ হাজার ৮৮২টি আতশবাজি, ১১ হাজার ১১৯ ঘনফুট কাঠ, ৪ হাজার ৬৩৯ কেজি চা পাতা, ১০ হাজার ৯৯ কেজি সুপারি, ২৩ হাজার ১৩০ কেজি কয়লা, ৭০৮ ঘনফুট পাথর, ১৭৬ ঘনফুট বালু, ৪ হাজার ৬৩৬টি প্লাস্টিক/ইলেট্রিক সামগ্রী, ১৯১টি মোবাইল, ১ হাজার ৫৩২টি মোবাইল ডিসপ্লে, ১৬ হাজার ৪৭৩টি চশমা, ৩৪ হাজার ২৮১ কেজি জিরা, ৪ হাজার ৭৮৭ কেজি চিনি, ১ লাখ ৩ হাজার ৩২৬ কেজি পিঁয়াজ, ৬ হাজার ৬০ কেজি রসুন, ১ হাজার ৯০৫ প্যাকেট বিভিন্ন প্রকার বীজ, ৬ হাজার ৫৭৫ কেজি সার, ৬১৫ প্যাকেট কীটনাশক, ৩১১ লিটার ডিজেল, ২ লাখ ২৬ হাজার ১১১ পিস চকোলেট, ৮৬৫টি গরু/মহিষ, ১টি কষ্টি পাথরের মূর্তি, আটটি ট্রাক/কাভার্ড ভ্যান, ১৩টি পিকআপ/মহেন্দ্র, ১টি ট্রাক্টর, সাতটি প্রাইভেটকার/মাইক্রোবাস, ২টি ট্রলি, ৬৯টি নৌকা, ২৫টি সিএনজি/ইজিবাইক, ৫৩টি মোটরসাইকেল এবং ৩৯টি বাইসাইকেল/ভ্যান।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে-১২টি বিদেশী/দেশীয় পিস্তল, ১টি রাইফেল, ৩টি হ্যান্ড গ্রেনেড, ১৬টি ম্যাগাজিন, ৩৩৬ রাউন্ড গুলি, ১টি মর্টার সেল, ১৭ কেজি গান পাউডার এবং ৬টি অন্যান্য অস্ত্র।

এছাড়াও গত মাসে বিজিবি বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে। জব্দকৃত মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে ৯ লাখ ১১ হাজার ৯৮২ পিস ইয়াবা ট্যাবলেট, ৩৫৪ গ্রাম হেরোইন, ২ হাজার ১০১ বোতল ফেনসিডিল,  ৭ কেজি ৪৩৯ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ৮ হাজার ৯৯৯ বোতল বিদেশী মদ, ২৭২.৫ লিটার বাংলা মদ, ১ হাজার ২০৭ ক্যান বিয়ার, ১ হাজার ৭৯৪ কেজি গাঁজা, ২ লাখ ৩২ হাজার ২৬৪ প্যাকেট বিড়ি ও সিগারেট, ৩২ হাজার ২১০টি নেশাজাতীয় ট্যাবলেট/ইনজেকশন, ৪ হাজার ২১৭ বোতল ইস্কাফ সিরাপ, ২০ হাজার ৮৪৮ বোতল বিভিন্ন প্রকার সিরাপ, ১১ হাজার ৬৯৫টি এ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট, পাঁচ বোতল, এলএসডি এবং ৬ লাখ ৮১ হাজার ২৪৮ পিস বিভিন্ন প্রকার ঔষধ ও অন্যান্য ট্যাবলেট।