বাসস
  ০৯ ডিসেম্বর ২০২৫, ১৫:২৬

দুর্নীতি বিরোধী দিবসে রাজশাহীতে র‌্যালি ও আলোচনা সভা

রাজশাহী মহানগরীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। ছবি: বাসস

রাজশাহী, ৯ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : রাজশাহী মহানগরীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ মঙ্গলবার সকালে দুর্নীতি দমন কমিশন, বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন ও মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে মানববন্ধন, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত  হয়।

দিবসটি উপলক্ষে বিভিন্ন বিদ্যালয় ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীগণ এবং এনজিও প্রতিনিধিদের নিয়ে সিএন্ডবি মোড়ে মানববন্ধন করা হয়। পরে জেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি, আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার খোরশেদ আলম, জেলা প্রশাসক আফিয়া আখতার, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, রাজশাহী মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তৌফিকুর রহমান লাভলু, সাধারণ সম্পাদক এহসানুল হুদা।

সভায় সভাপতিত্ব করেন দুর্নীতি দমন কমিশন রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক ফজলুল হক।
এর আগে সকাল সাড়ে ৮টার সময় জাতীয় সংগীতের সাথে বেলুন ও ফেস্টুন উড়ানোর মধ্য দিয়ে দিবসটির উদ্বোধন ঘোষণা করা হয়।

বিভিন্ন সরকারি দপ্তর, রাষ্ট্রায়ত্ত সংস্থার প্রতিনিধি, দুদক, বিভাগীয় কার্যালয় ও সমন্বিত জেলা কার্যালয় রাজশাহীর সকল কর্মকর্তা-কর্মচারী, মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটি, রাজশাহীর সদস্যবৃন্দ, পিকেএসএফ এর প্রতিনিধি, বিএনসিসি, গার্লস গাইড এবং স্কাউটস সদস্যবৃন্দ এতে অংশগ্রহণ করেন।

এ বছরের আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের প্রতিপাদ্য হল, ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’।