শিরোনাম

হবিগঞ্জ, ৯ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : বেগম রোকেয়া দিবস উপলক্ষে হবিগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় ১০ জন অদম্য নারীকে সম্মাননা প্রদান করা হয়।
দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হবিগঞ্জ মহিলা অধিদপ্তরের উপ পরিচালক রোমানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন।
সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক মঈনুল হক, অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম মুন্সী, হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তোজ জহুরাসহ অনেকে। পরে জেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজে অবদান রাখায় অদম্য ১০ নারীকে সম্মাননা প্রদান করা হয়।