বাসস
  ০৯ ডিসেম্বর ২০২৫, ১৩:২৯

লালমনিরহাটে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য: গড়বে আগামীর শুদ্ধতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাট জেলায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে।ছবি : বাসস

লালমনিরহাট, ৯ ডিসেম্বর, ২০২৫ (বাসস):‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য: গড়বে আগামীর শুদ্ধতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে।

আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর অনুষ্ঠিত হয় মানববন্ধন ও আলোচনা সভা।জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন (দুদক), জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, সচেতন নাগরিক কমিটি (সনাক) ও টিআইবির যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচির প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার।

আলোচনা সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার ফজলুল হক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. শায়খুল আরিফিন, সিভিল সার্জন ড. আব্দুল হাকিম, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব.) আজিজুল হক (বীর প্রতীক) প্রমুখ।

জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবু হাসনাত রানার সভাপতিত্বে কর্মসূচিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, নানা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, গার্লস গাইড সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি তরুণ প্রজন্মকে সৎ ও মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনে উদ্বুদ্ধ করার আহ্বান জানানো হয় অনুষ্ঠানে।