বাসস
  ০৮ ডিসেম্বর ২০২৫, ২১:১৫

গত ১৭ বছরে কোনো আসনেই সুষ্ঠু ভোট হয়নি: দুলু

সোমবার বিকেলে লালমনিরহাট জেলা যুবদলের উদ্যোগে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। ছবি: বাসস

লালমনিরহাট, ৮ ডিসেম্বর, ২০২৫ (বাসস): বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, গত ১৭ বছরে দেশের কোনো আসন বা ভোটকেন্দ্রে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়নি। 

তিনি বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপিই সবচেয়ে বেশি ভূমিকা রেখে আসছে। বিএনপিকে আলাদা করে ভোট চাইতে হয় না, জনগণ স্বতঃস্ফূর্তভাবে বিএনপি প্রার্থীর পাশে দাঁড়াবে।

আজ সোমবার বিকেলে লালমনিরহাট জেলা যুবদলের উদ্যোগে ভেলাবাড়ী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ঝাড়িরঝার ২ নম্বর ঘাট এলাকায় নির্মিত একটি অস্থায়ী ব্রিজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসাদুল হাবিব দুলু বলেন, দেশের নির্বাচনী পরিবেশ দীর্ঘদিন ধরেই প্রশ্নবিদ্ধ। দিনের নির্বাচন রাতে হয়েছে। ভোটাধিকার ফিরে পেতে বিএনপি ধারাবাহিকভাবে আন্দোলন করেছে। এ সময় বহু নেতা-কর্মী আহত, পঙ্গু, নিখোঁজ হয়েছেন এবং অসংখ্য কর্মী কারাভোগ করেছেন।

রাজনৈতিক অঙ্গনে নতুন রাজনৈতিক দলের গঠন নিয়ে দুলু বলেন, সংগ্রামের কঠিন সময়ে অনেককে দেখা যায়নি, এখন নতুন দল গঠিত হচ্ছে। সুখে-দুঃখে যারা সবসময় পাশে থাকে, তারাই জনগণের প্রকৃত প্রতিনিধি।

তিনি স্থানীয় জনতাকে বিএনপি প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানিয়ে বলেন, আপনারা যদি বিএনপি প্রার্থীকে বিজয়ী করেন, তাহলে আগামী দিনে নতুন রূপে লালমনিরহাটকে দেখতে পাবেন, ইনশাল্লাহ।

জেলা যুবদলের আহ্বায়ক আনিসুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সদস্য সচিব হাসান আলী, কালিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সহসভাপতি রোকন উদ্দিন বাবুল প্রমুখ।