বাসস
  ২৫ জানুয়ারি ২০২৬, ১৯:১৮
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ১৯:৪৯

লালমনিরহাটে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে বোরো ধানের চারা রোপণ 

ছবি : বাসস

লালমনিরহাট, ২৫ জানুয়ারি ২০২৬ (বাসস): জেলায় আজ চলতি বোরো মৌসুমে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার বাড়াতে ট্রেতে উৎপাদিত ধানের চারা রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

আজ রোববার দুপুর ১টায় লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের সিন্ধুমতি এলাকায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সদর উপজেলা কার্যালয়ের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। 

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সদর উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার সোহায়েল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) মো. মতিউল আলম।

বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. নুরুজ্জামান রনি। 

এদিন দুইহাজার পাঁচশ’টি ট্রেতে উৎপাদিত চারা রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে রোপণ করা হয়।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার সোহায়েল আহমেদ জানান, রাইস ট্রান্সপ্লান্টার ব্যবহারে শ্রম ও সময় উভয়ই সাশ্রয় হয়। ট্রেতে বীজ বপনের ফলে চারার শিকড় ক্ষতিগ্রস্ত হয় না এবং দ্রুত মাটি থেকে পুষ্টি গ্রহণ করতে পারে। শীত ও প্রতিকূল আবহাওয়ায় ট্রেতে উৎপাদিত চারা তুলনামূলকভাবে বেশি স্বাস্থ্যকর থাকে এবং ২০ থেকে ২৫ দিন বয়সী চারা রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে রোপণের জন্য সবচেয়ে উপযোগী।

জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) মো. মতিউল আলম বলেন, ট্রেতে উৎপাদিত চারা রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে রোপণ একটি যুগান্তকারী প্রযুক্তি। এ পদ্ধতিতে চারা তোলা ও রোপণের খরচ উল্লেখযোগ্যভাবে কমে আসে। একই সঙ্গে চারার শিকড় অক্ষত থাকায় দ্রুত বৃদ্ধি পায় এবং স্বল্প সময়ে একদিনে প্রায় ১৫ বিঘা জমিতে ধান রোপণ করা সম্ভব হয়।