শিরোনাম

ঢাকা, ৯ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (বিজিডিসিএল) এরিয়া বিতরণ কার্যালয়, গৌরীপুরের উদ্যোগে কুমিল্লায় দাউদকান্দির গৌরীপুর এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
গতকালের এই অভিযানে মোট ৭৯টি অবৈধ বার্নার স্থায়ীভাবে বিচ্ছিন্ন করা হয় এবং সাতটি রাইজার অপসারণ করা হয়। আবাসিক সংযোগ বাণিজ্যিক কাজে ব্যবহার করার কারণে দু’টি এবং অনুমোদনের অতিরিক্ত বার্নার ব্যবহারের দায়ে আরো দু’টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অবৈধ সংযোগ থেকে প্রায় ১০০ ফুট এমএস পাইপ ও ১০টি রেগুলেটর জব্দ করা হয়।
অবৈধভাবে গ্যাস সংযোগ নেওয়ায় ও ব্যবহারের অপরাধে চারজনকে ১০ হাজার টাকা করে এবং দু’জনকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।