বাসস
  ০৯ ডিসেম্বর ২০২৫, ১০:৫৫

টাঙ্গাইলে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাকের চাপায় নিহত মোটরসাইকেল আরোহী মো. রনি মিয়া (২০) । ছবি : বাসস

টাঙ্গাইল, ৯ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাকের চাপায় মো. রনি মিয়া (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

গতকাল সোমবার রাতে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের ঘাটাইল ক্যান্টনমেন্ট শাহপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত রনি মিয়া জেলার মধুপুর উপজেলার জটাবাড়ী এলাকার জহুর আলীর ছেলে। তিনি মধুপুর তৌফিক প্লাজায় একটি দোকান ব্যবসা পরিচালনা করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, রনি মধুপুর থেকে ঘাটাইলে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। পথে উপজেলার ক্যান্টনমেন্ট শাহপুরে পৌঁছালে একটি ট্রাক পেছন থেকে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই রনির মৃত্যু হয়।

ঘাটাইল থানার এএসআই মো. সায়েম হোসেন তথ্য নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।