বাসস
  ০৮ ডিসেম্বর ২০২৫, ১৫:২০
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫, ১৫:২৫

খাগড়াছড়িতে সাহিত্য উৎসব উদযাপন

‘সাহিত্যের আলোয় বহু সংস্কৃতি : সৃজনে উৎসবে বৈচিত্র্যের ঐকতান’ প্রতিপাদ্যে খাগড়াছড়িতে জেলা সাহিত্য পরিষদের বর্ণিল সাহিত্য উৎসব অনুষ্ঠিত হয়েছে। ছবি: বাসস

খাগড়াছড়ি, ৮ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : ‘সাহিত্যের আলোয় বহু সংস্কৃতি : সৃজনে উৎসবে বৈচিত্র্যের ঐকতান’ প্রতিপাদ্যে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে জেলা সাহিত্য পরিষদের বর্ণিল সাহিত্য উৎসব। 

আজ সোমবার সকালে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের অডিটোরিয়ামে সরকারি কলেজের প্রফেসর বোধিসত্ত্ব দেওয়ানের সভাপতিত্বে উৎসবের উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। এ সময় ‘গিরিধারা’ সাময়িকীর তৃতীয় সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়।

আলোচনা সভায় প্রধান বক্তা সাহিত্যিক ও গবেষক কবি হাফিজ রশিদ খান বলেন, সাহিত্য সমাজের বিবেক। এখানেই বহু সংস্কৃতির মানবিক সেতুবন্ধন গড়ে ওঠে।

বক্তারা বলেন, পাহাড়ের বৈচিত্র্যকে শক্তিতে রূপ দিতে সাহিত্যচর্চার বিকল্প নেই।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. নোমান হোসেন, জেলা পরিষদের সদস্য প্রশান্ত কুমার ত্রিপুরা, শহিদুল ইসলাম সুমন, বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত উপ-মহাব্যবস্থাপক দীনময় রোয়াজা এবং ইনস্টিটিউটের পরিচালক ঞ্যো হ্লা মং।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক ইউসুফ আদনান।