বাসস
  ০৬ ডিসেম্বর ২০২৫, ১৪:৫৮
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৫, ১৫:০৮

ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস পালিত

আজ ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস পালিত হয়েছে। ছবি: বাসস

ঝিনাইদহ, ৬ ডিসেম্বর ২০২৫ (বাসস): যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ জেলায় পালিত হয়েছে। ১৯৭১ সালের এই দিনে (৬ ডিসেম্বর) বাংলার বীর মুক্তিযোদ্ধারা পাক হানাদার বাহিনীকে পরাজিত করে ঝিনাইদহকে মুক্ত ঘোষণা করে ।

এ দিনটি উপলক্ষে আজ সকাল ১০টায় শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। জেলা মুক্তিযোদ্ধা সংসদ এ শোভাযাত্রার আয়োজন করে।

শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়। 

আলোচনা সভায় বক্তারা মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা ধারণ করে জাতিকে দেশপ্রেমে উজ্জীবিত হওয়ার আহ্বান জানান। তারা বলেন, শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে নতুন প্রজন্মকে দেশ গড়ার কাজে সম্পৃক্ত করতে হবে। স্বাধীনতার প্রকৃত চেতনাকে সমুন্নত রাখা এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। 

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক এ বি এম খালিদ হাসান, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া, জেলা মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমান্ডের আহ্বায়ক আব্দুল মজিদ মাস্টার, যুগ্ম আহ্বায়ক কামালুজ্জামান, জেলা দোকান মালিক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশা।