শিরোনাম

ঝিনাইদহ, ১৭ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : জেলা শহরে দুই শতাধিক হোটেল শ্রমিকের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। আজ বুধবার দুপুরে শহরের চুয়াডাঙ্গা স্ট্যান্ড এলাকায় এসব কম্বল বিতরণ করা হয়।
জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা শ্রমিক দলের সাবেক প্রচার সম্পাদক আমির হোসেনের পক্ষ থেকে শহরের বিভিন্ন এলাকায় অবস্থিত হোটেলের শ্রমিকদের মধ্যে এ কম্বল বিতরণ করা হয়।
এ সময় জেলার হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলার হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি জহির উদ্দিন, সহ-সভাপতি বাবলু মিয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।