শিরোনাম

মুন্সীগঞ্জ, ২ ডিসেম্বর ২০২৫ (বাসস) : মুন্সীগঞ্জে মেঘনা নদীতে যৌথ বাহিনীর অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৪টি ড্রেজারের মালিককে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল সোমবার বিকেল সাড়ে ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত সেনাবাহিনীর গজারিয়া ক্যাম্প ও মুক্তারপুর নৌ-পুলিশ এ অভিযান চালায়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওমর ফারুকের নেতৃত্বে মেঘনা নদীর চন ঝাপটা ও চরকেওয়ার এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়। এ সময় ৪টি বালু উত্তোলনের ড্রেজার জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত ৪ ড্রেজার মালিককের কাছ থেকে ৫ লাখ টাকা জরিমানা করে আদায় করে।
অভিযানকালে ১১ জন শ্রমিককে আটক করা হয়। পরে অবৈধ বালু উত্তোলনে সহায়তা না করার শর্তে মুচলেকা দিয়ে তাদের মালিকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
তথ্য নিশ্চিত করেছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওমর ফারুক।