শিরোনাম

খাগড়াছড়ি, ২৭ নভেম্বর, ২০২৫ (বাসস) : খাগড়াছড়ি সীমান্ত থেকে ৬ কোটি ৩১ লাখ টাকা মূল্যের অবৈধ মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
চলতি মাসে পার্বত্য চট্টগ্রামসহ দক্ষিণ-পূর্ব রিজিয়নের তিনটি জোনের আওতাধীন ১৩টি ব্যাটালিয়নের পৃথক অভিযানে এসব মালামাল জব্দ করা হয়।
আজ বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ির সীমান্তবর্তী পানছড়ির লোগাং জোনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ৩ বিজিবি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রবিউল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, চট্টগ্রাম রিজিয়নের দায়িত্বপূর্ণ ৫৪০ কিলোমিটার সীমান্ত এলাকায় নিয়মিত টহল ও নজরদারি জোরদার করার ফলে চলতি মাসে বিপুল পরিমাণ চোরাচালান ও অবৈধ মালামাল জব্দ করা সম্ভব হয়েছে।
জোন অধিনায়ক জানান, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান রোধে বিজিবির অভিযান চলমান রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের নজরদারি আরও জোরদার করা হবে।