বাসস
  ২৭ নভেম্বর ২০২৫, ১৩:৩১

নাটোরে নারীর প্রতি সহিংসতা রোধে উঠান বৈঠক

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে বৃহস্পতিবার শহরের একতা মহিলা সংস্থা কার্যালয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি : বাসস

নাটোর, ২৭ নভেম্বর, ২০২৫ (বাসস) : ‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপিত হচ্ছে নাটোরে।

এ উপলক্ষে আজ বৃহস্পতিবার শহরের একতা মহিলা সংস্থা কার্যালয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নীলা হাফিয়া।

সংস্থার সভানেত্রী অধ্যাপক শামসুন্নাহারের সভাপতিত্বে উঠান বৈঠকে বিশেষ অতিথির বক্তব্য দেন মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক ফারজানা ববি।

বৈঠকে বক্তারা বলেন, নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত প্রচেষ্টা জোরদার করতে হবে। বিশেষ করে অনলাইন প্লাটফর্মে প্রতারণা বিষয়ে সতর্ক অবস্থানে থাকতে হবে নারীদের। এই লক্ষ্যে সচেতনতা সৃষ্টিতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।