বাসস
  ২৬ নভেম্বর ২০২৫, ১৩:২২

সুনামগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন 

বুধবার সুনামগঞ্জের ষোলঘরে জেলা প্রাণিসম্পদ অফিস প্রাঙ্গণে শোভাযাত্রা পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত। ছবি: বাসস

সুনামগঞ্জ, ২৬ নভেম্বর, ২০২৫ (বাসস) : ‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি’ স্লোগানে সুনামগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ প্রদর্শনী শুরু হয়েছে।

এ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রা শেষে সপ্তাহব্যাপী প্রাণিসম্পদ মেলার উদ্বোধন করেন অতিথিবৃন্দ।

আজ বুধবার সকাল সাড়ে ১০ টায় পৌর শহরের ষোলঘরে অবস্থিত জেলা প্রাণিসম্পদ অফিস প্রাঙ্গণে শোভাযাত্রা পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

ভেটেরিনারি সার্জন ডা. সাজেদুর রহমানের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন। এ সময় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা ট্রেনিং অফিসার তরুণ কুমার শিকদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা অমিত কুমার সাহা, খামারি উদ্যোক্তা শামসুজ্জামান।

এ সময় বক্তারা বলেন, সুনামগঞ্জ খামারের জন্য উপযোগী। তাই সবাইকে উদ্যোগী হয়ে প্রাণিসম্পদের উন্নতি ঘটাতে হবে। তাহলে দেশীয় অর্থনৈতিক সমৃদ্ধি আসবে।

পাশাপাশি দেশের পুষ্টি চাহিদা মিটাতে সহযোগী হবে।