বাসস
  ২৬ নভেম্বর ২০২৫, ১২:১৬

রাঙ্গামাটিতে ৩ দিনব্যাপী ডিজিটাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ

রাঙ্গামাটিতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের নিয়ে তিন দিনব্যাপী ডিজিটাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। ছবি: বাসস

রাঙ্গামাটি, ২৬ নভেম্বর, ২০২৫ (বাসস) : রাঙ্গামাটিতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের নিয়ে তিন দিনব্যাপী ডিজিটাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

আজ বুধবার সকাল ১০টায় রাঙ্গামাটি প্রেসক্লাবে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এ আয়োজন করে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা নিউজ ২৪. কম এর চিফ মাল্টিমিডিয়া রিপোর্টার মো: মিনহাজুল আবেদীন, পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন, রাঙ্গামাটি প্রেসক্লাবের সাবেক সভাপতি সুনীল কান্তি দে, সাখাওয়াৎ হোসেন রুবেল, বর্তমান সভাপতি আনোয়ার আল হক, সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াছ প্রমুখ।

প্রশিক্ষণে ডিজিটাল মিডিয়া বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণে জেলায় কর্মরত ৩৫ জন সাংবাদিক অংশ নিচ্ছেন।