শিরোনাম

বাগেরহাট, ২৫ নভেম্বর ২০২৫ (বাসস): জেলার চিতলমারী উপজেলার ২০২৫-২৬ অর্থ বছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাত থেকে ৩০৫০ জন কৃষককে বিনামূল্যে বোরো ধানের বীজ প্রদান করা হয়েছে। রবি মৌসুমে বোরো (হাইব্রিড) ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আজ দুপুর ১২টায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বোরো (হাইব্রিড) বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সভাপতি মো. সাজ্জাদ হোসেন উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে এ কর্মসূচি উদ্বোধন করেন। অনুষ্ঠানে চিতলমারী উপজেলার ৭টি ইউনিয়নের ৩০৫০ জন কৃষকের মধ্যে জনপ্রতি ২ কেজি করে এসএল-৮এইচ ধানের বীজ বিতরণ করা হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. হাবিবুর রহমান, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আহমেদ ইকবাল, উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর(এলজিইডি) এর প্রকৌশলী মো. সাদ্দাম হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. হাফিজুর রহমান, উপজেলা সমবায় অফিসার মোল্লা সাইফুল ইসলাম, উপজেলা আইসিটি অফিসার শেখ মোহাম্মদ, উপজেলা পল্লি সঞ্চয় ব্যাংকের ম্যানেজার গৌতম সরকার, উপজেলা নির্বাচন অফিসার রুমান হুসাইন (ভারপ্রাপ্ত), উপজেলা পরিসংখ্যান অফিসার জনি সরকার, উপজেলা পাট অধিদপ্তরের কর্মকর্তা সাথি হালদার এবং উপজেলা সমাজসেবা অফিসার রঞ্জন হালদার (ভারপ্রাপ্ত) উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা ও উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মো. সিফাত আল মারুফ জানান, উপজেলার ৭টি ইউনিয়নে মোট ৩০৫০ জন কৃষকের মধ্যে বিনামূল্যে ২ কেজি করে বোরো ধানের বীজ বিতরণ করা হয়েছে। এর মধ্যে বড়বাড়িয়ায় ৫৫০ জন, কলাতলায় ৩৮০, হিজলায় ৩৯০,শিবপুরে ২৫০, চিতলমারীতে ৯৪০, চরবানিয়ারীতে ২৫০ ও সন্তোষপুরে ২৯০ জন কৃষককে বীজ দেওয়া হয়।