বাসস
  ২৪ নভেম্বর ২০২৫, ১৭:৫১

বগুড়ায় অর্থ সহায়তা দিল আমরা বিএনপি পরিবার

ছবি: বাসস

বগুড়া, ২৪ নভেম্বর, ২০২৫ (বাসস): বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময় তার তৃণমূলের নেতা-কর্মী ও দুস্থ মানুষের পাশে থাকে। এরই ধারাবাহিকতায় বগুড়ার শেরপুরের ভবানীপুর ইউনিয়ন মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শেখকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

আজ সোমবার উপজেলার ভবানীপুরে তার বাড়িতে গিয়ে এই সহায়তা দেয় আমরা বিএনপি পরিবারের একটি প্রতিনিধি দল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশে দেশের বিভিন্ন প্রান্তের দুস্থ মানুষদের এমন সহায়তা করে আসছে সংগঠনটি।

আমরা বিএনপি পরিবার সূত্রে জানা যায়, হাফিজুর রহমান শেখ দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছেন। তার হার্টে ৩টি ব্লক ধরা পড়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তার হার্টে বাইপাস অথবা রিং পড়াতে হবে।

আমরা বিএনপি পরিবারের পক্ষে বিএনপি মিডিয়া সেলের রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বয়কারী কালাম আজাদ হাফিজারের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তার হাতে নগদ অর্থ তুলে দেন। 

কালাম আজাদ বলেন, হাফিজুর রহমান শেখ বিএনপির তৃণমূলের একজন নেতা। তিনি চরম দুঃসময়ে দলকে আঁকড়ে ধরে থেকেছেন। আজ অসুস্থতার কারণে তার শোচনীয় অবস্থা।

এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা হাসানুল মারুফ শিমুল, ভবানীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মীর্জা আব্দুল বারী, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানান, যুগ্ম সম্পাদক মোকলেছার রহমান, আবদুস সাত্তার, আবু তাহের, আজাদ খন্দকার, স্বেচ্ছাসেবক দলের তারিকুল ইসলাম, ছাত্রদলের মামুন আহমেদ প্রমুখ।