শিরোনাম

ঢাকা, ৩১ ডিসেম্বর, ২০২৫ (বাসস): মরিশাসের পোর্ট লুইসে বাংলাদেশের হাইকমিশন আজ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে একটি শোকবই খুলেছে।
বাংলাদেশে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মৃত্যুর পর বিশ্বনেতা ও কূটনীতিদের পাশাপাশি তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করতে ৩১ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পোর্ট লুইসের বাংলাদেশের হাইকমিশনে এ শোক বই খোলা হয়।
মরিশাসের প্রেসিডেন্ট ধর্মবীর গোখুল এবং উপ-রাষ্ট্রপতি জাঁ ইভান রবার্ট হাঙ্গলি শোকবইতে স্বাক্ষর করে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
মরিশাসের পররাষ্ট্র, আঞ্চলিক একীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক মন্ত্রী ধনঞ্জয় রামফুলও শোক প্রকাশ করেন।
মরিশাসে দায়িত্বরত বিভিন্ন দেশের দূতাবাস, হাইকমিশন এবং সিনিয়র মিশন কর্মকর্তারা শোক বইতে স্বাক্ষর করে বাংলাদেশের সাবেক নেত্রীর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
সৌদি আরব, পাকিস্তান, মিশর, রাশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মাদাগাস্কার এবং দক্ষিণ আফ্রিকার কূটনীতিকরাও শ্রদ্ধা নিবেদন করেছেন।
বাংলাদেশ হাইকমিশনার জকি আহাদ বলেন, শোকবার্তাগুলো হাইকমিশনের সরকারি নথিতে সংরক্ষিত থাকবে।
বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারা এবং মরিশাসে বসবাসরত প্রবাসী সম্প্রদায়ের সদস্যরাও উপস্থিত ছিলেন, যা বিভিন্ন দেশের মধ্যে বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা ও যৌথ শোকের প্রতিফলন।