বাসস
  ৩১ ডিসেম্বর ২০২৫, ২০:২১

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত ১ 

ঝিনাইদহ, ৩১ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : জেলার সদর উপজেলায় আজ ট্রাক চাপায় রিনা খাতুন (৬৫) নামের এক নারী নিহত হয়েছেন।

আজ বুধবার সন্ধ্যায় ঝিনাইদহ সদর উপজেলায় গোয়ালপাড়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত রিনা খাতুন ঝিনাইদহ সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নের বড়খাজুরা গ্রামের সবুর মন্ডলের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রিনা খাতুন সন্ধ্যায় নিজের বাড়ি থেকে বের হয়ে মেয়ের বাড়ি সদর উপজেলা হরিশংকরপুর ইউনিয়নের পানামি গ্রামে যাচ্ছিলেন। পথিমধ্যে গোয়ালপাড়া বাজারে রাস্তা পার হওয়ার সময় মাগুরাগামী একটি সবজি বোঝায় ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এসময় গুরুতর অবস্থায় রিনা খাতুনকে উদ্ধার করে স্থানীয়রা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফিন জানান, নিহতের মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘাতক ট্রাকটি শনাক্ত করার চেষ্টা চলছে।