শিরোনাম

বগুড়া, ২৬ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার ৭টি আসনে এখন পর্যন্ত ৩১ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বগুড়ার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার দপ্তর থেকে এই তথ্য জানানো হয়।
আগামী ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ সময়। এর আগে ১১ ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এরপর থেকে নির্বাচনী ডামাডোল পুরোদমে বেজে ওঠে। ঘোষণা অনুযায়ী আগামী বছরের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বগুড়ার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিমের দেয়া তথ্যে জানা যায়, ২৫ ডিসেম্বর পর্যন্ত বগুড়া-১ আসনে ৪ জন, ২ আসনে ৬ জন, ৩ আসনে ৪ জন, ৪ আসনে ৪ জন, ৫ আসনে ৭ জন, ৬ আসনে ৪ জন এবং ৭ আসনে ২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
একাধিক দলের সূত্র বলছে, বগুড়ার ৭ আসনের বিএনপি, জামায়াত মনোনীত প্রার্থীরা মনোনয়ন সংগ্রহ করেছেন।
উল্লেখযোগ্যদের মধ্যে ২১ ডিসেম্বর বগুড়া-৭ আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বগুড়া-৬ আসন থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দলীয় প্রতিনিধি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এছাড়া জেলায় বিএনপির অপর মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র তুলেছেন।
গতকাল বগুড়া-৬ (সদর) আসনে শহর জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল মনোনয়নপত্র সংগ্রহ করেন। তার আগের দিন বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনে জামায়াত প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ মনোনয়নপত্র তোলেন।
বগুড়ার ৭ আসনে মোট ভোটার সংখ্যা ২৯ লাখ ৪১ হাজার ৬৪৫। এর মধ্যে পুরুষ ভোটার ১৪ লাখ ৬০ হাজার ৪৩০ জন, নারী ভোটার ১৪ লাখ ৮১ হাজার ১৭৬ ও তৃতীয় লিঙ্গের ভোটার ৩৯ জন। নির্বাচন দপ্তরের তথ্যমতে, বগুড়ায় এখন পর্যন্ত মোট ভোট কেন্দ্র ৯৮৩ টি।