শিরোনাম

রংপুর, ৩০ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল করেছেন রংপুর জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
আজ মঙ্গলবার বাদ জোহর নগরীর গ্রান্ডহোটেলস্থ দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় সেখানে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। সবাই বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু, জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন-নবী-ডন, কাউনিয়া উপজেলা বিএনপির সভাপতি এমদাদুল হক ভরসাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এর আগে বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সকাল থেকেই দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। সবাই কালো ব্যাজ ধারণ করেন। এ সময় নেতাকর্মীরা একে অপরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন।
এদিকে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল করেছে রংপুর মহানগর যুবদল। বাদ জোহর দলীয় কার্যালয়ে এ দোয়ার আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন মহানগর যুবদলের দায়িত্বপ্রাপ্ত দফতর সম্পাদক তারিকুল ইসলাম তারেক। এ সময় রংপুর মহানগর যুবদলের আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী মিলন, সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়নসহ মহানগর যুবদলের সব ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ মঙ্গলবার ভোর ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছিলেন।