শিরোনাম
মুন্সীগঞ্জ, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : মুন্সীগঞ্জে মা নুরজাহান বেগমকে বাঁশের লাঠির আঘাতে হত্যার দায়ে পুত্র রুবেল মোল্লাকে (৩৮) যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
আজ সোমবার মুন্সীগঞ্জ জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক ড. মো. আলমগীর এ রায় প্রদান করেন।
মামলা ও আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালে ১০ অক্টোবর রাতে আসামি রুবেল মোল্লা মা নুরজাহান বেগমের (৬৫) কাছে খাবার চায়। খাবারে সন্তুষ্ট না হয়ে রুবেল প্লেট ছুড়ে মারে। মা নুরজাহান বেগম আসামি রুবেলকে আবার খাবার দিলে আসামি ক্ষীপ্ত হয়ে লাঠি দিয়ে মার মাথায় আঘাত করে। আহত নুরজাহান বেগম ঘর থেকে বের হয়ে মাটিতে লুটিয়ে পরে। এসময় রুবেল আবারো মাকে মাথায় বাঁশের লাঠি দিয়ে আঘাত করে। এতে ঘটনা স্থলেই মা নুরজাহান বেগমের মৃত্যু হয়। এসময় এলাকাবাসী ঘাতক রুবেলকে আটক করে পুলিশে সোপর্দ করে।
নিহত নুরজাহান বেগমের ছোট ছেলে আক্কাস মোল্লা বাদী হয়ে রুবেল মোল্লাকে আসামি করে শ্রীনগর থানায় মামলা দায়ের করে। দীর্ঘ সাত বছর পর সাক্ষী প্রমাণের ভিত্তিতে মুন্সীগঞ্জ জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক ড. মো. আলমগীর আসামি রুবেল মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। মুন্সীগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. হাসান ছারওয়াদী বিষয়টি নিশ্চিত করেছেন।