শিরোনাম

রংপুর, ২১ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর জেলার বিভিন্ন সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে রোববার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
রংপুর-৩ (সদর ও আংশিক রংপুর সিটি) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী ও মহানগর বিএনপির আহ্বায়ক মো. সামসুজ্জামান সামু। এছাড়া, রংপুর-১ (গঙ্গাচড়া ও আংশিক রংপুর সিটি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোকাররম হোসেন সুজন, রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে মিঠাপুকুর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক মো. গোলাম রব্বানী এবং রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে রংপুর জেলা বিএনপির আহ্বায়ক মো. সাইফুল ইসলাম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
রংপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শোয়েব সিদ্দিকীর কাছ থেকে সামসুজ্জামান সামুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপির রংপুর-৩ আসন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও মহানগর বিএনপির সদস্য সুলতান আলম বুলবুল।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাফি কামাল, জেলা যুবদলের সভাপতি মো. নাজমুল আলম নাজু, মহানগর মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সিসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সামসুজ্জামান সামুর মনোনয়নপত্র সংগ্রহের পর সুলতান আলম বুলবুল বলেন, রংপুর-৩ আসনের ভোটারদের আবেগকে কাজে লাগিয়ে জাতীয় পার্টি বারবার এই আসন থেকে জয়লাভ করেছে। এরপর তারা (জাতীয় পার্টি) এই আসনে কোনো উন্নয়ন করেনি। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর মানুষ তাদের পুরানো আবেগ ভুলে স্থানীয়, সৎ ও যোগ্য ব্যক্তি হিসেবে বিএনপির প্রার্থীকে সংসদে পাঠাতে চান।
তিনি বলেন, বর্তমানে ধানের শীষ প্রতীকের পক্ষে রংপুর সদর আসনে একটি গণজোয়ার তৈরি হয়েছে। সবাই জানে বিএনপি ভবিষ্যতে সরকার গঠন করবে এবং ধানের শীষ প্রতীকে ভোট দিলে রংপুর সদর আসনের মানুষের কাঙ্ক্ষিত উন্নয়ন ঘটবে।