শিরোনাম

ঢাকা, ২১ ডিসেম্বর, ২০২৫ (বাসস): বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) দীর্ঘ ১৭ বছর ধরে শিক্ষার্থী নির্যাতন এবং জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে ছাত্র ও এ্যালামনাইদের হত্যাচেষ্টার ঘটনার বিচার দাবিতে আজ বুটেক্স ক্যাম্পাসে সংবাদ সম্মেলন করেছে বুটেক্স এন্টি টর্চার মুভমেন্ট।
লিখিত বক্তব্যে সংগঠনের মুখপাত্র সাকিব বিন আতিক বলেন, প্রশাসনিক নীরবতা ও রাজনৈতিক আশ্রয়ের কারণে বুটেক্সে সহিংসতা ও বিচারহীনতার সংস্কৃতি গড়ে উঠেছে। জুলাই গণ-অভ্যুত্থানে পরিকল্পিত হামলায় শিক্ষার্থী ও এ্যালামনাইরা গুলিবিদ্ধসহ গুরুতর আহত হলেও জড়িতদের বিরুদ্ধে এখনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, গত ১৭ বছরে বুটেক্সে নিয়মিত শারীরিক নির্যাতন, ভয়ভীতি, মতপ্রকাশের স্বাধীনতা হরণ ও মিথ্যা মামলার ঘটনা ঘটেছে, যার বিবরণ ‘নির্মমতার আঁতুড়ঘর : প্রসঙ্গ বুটেক্স ছাত্রলীগ’ বইয়ে উঠে এসেছে। নির্যাতিতদের পরিবার আর্থিক সংকটে থাকলেও প্রশাসন কোনো সহায়তা দেয়নি বলেও অভিযোগ করা হয়।
এ সময় সংগঠনটি ৭ দফা দাবি উত্থাপন করে-হত্যাচেষ্টায় জড়িতদের গ্রেপ্তার ও বিচার, গত ১৭ বছরের নির্যাতন তদন্তে স্বাধীন কমিশন গঠন, রাজনৈতিক পরিচয় নির্বিশেষে দৃষ্টান্তমূলক শাস্তি, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযুক্তদের সার্টিফিকেট স্থগিত, ক্যাম্পাসে নিরাপত্তা ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত, প্রশাসনিক জবাবদিহিতা প্রতিষ্ঠা, অভিযুক্ত শিক্ষক বহিষ্কার এবং নির্যাতিতদের আর্থিক ক্ষতিপূরণ।