বাসস
  ০৪ এপ্রিল ২০২৪, ১৭:১৩

গোপালগঞ্জ সদর উপজেলায় পাটে প্রণোদনা পেলেন ২৩০০ কৃষক

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ), ৪ এপ্রিল, ২০২৪ (বাসস): জেলা সদর উপজেলায় ২ হাজার ৩০০ প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে প্রণোদনার পাটবীজ বিতরণ করা হয়েছে।
উপজেলা পরিষদ চত্বরে আজ দুপুরে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দীন কৃষকদের হাতে এসব পাটবীজ  তুলে দেন।
এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাহফুজা আক্তার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
কৃষি কর্মকর্তা মাহফুজা আক্তার বলেন, গোপালগঞ্জ সদর উপজেলার ২১ টি ইউনিয়ন ও একটি পৌরসভার ২ হাজার ৩০০ প্রান্তিক কৃষকের তালিকা প্রণয়ন করা হয়। পরে এই তালিকা অনুযায়ী প্রত্যেক কৃষককে এক কেজি করে পার্টবীজ বিতরণ করা হয়েছে। এসব পাট বীজ দিয়ে কৃষকরা ২ হাজার ৩০০ বিঘা জমি আবাদ করবেন। এতে গোপালগঞ্জ সদর উপজেলায় পাটের আবাদ ও উৎপাদন বৃদ্ধি পাবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়