শিরোনাম

জয়পুরহাট, ২৫ জানুয়ারি ২০২৬ (বাসস): জেলায় আজ “দেশের চাবি আপনার হাতে, পরিবর্তনের জন্য ‘হ্যাঁ’ ভোট দিন” শীর্ষক স্লোগানকে সামনে রেখে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার সকালে জেলা মডেল মসজিদ মিলনায়তনে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে এ ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইসলামিক ফাউন্ডেশনের জয়পুরহাট জেলা কার্যালয়ের উপ-পরিচালক সাজেদুর রহমানের সভাপতিত্বে এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জয়পুরহাটের জেলা প্রশাসক আল মামুন মিয়া।
বিশেষ অতিথি ছিলেন জেলার পুলিশ সুপার মিনা মাহমুদা, জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান, জেলা তথ্য কর্মকর্তা ইব্রাহিম মোল্লা সুমন, হানাইল নোমানিয়া কামিল মাদ্রাসা অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল হাকিম, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক, জেলা মডেল মসজিদের ইমাম মহসিন প্রমুখ।
এ সম্মেলনে জেলার বিভিন্ন মসজিদের ৭৫০ জন ইমাম, খতিব ও ধর্মীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।