শিরোনাম

ঝালকাঠি, ২২ জানুয়ারি ২০২৬ (বাসস): আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে ঝালকাঠিতে সাংবাদিকদের দুই দিনব্যাপী ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক প্রশিক্ষণ দিয়েছে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি)।
আজ বৃহস্পতিবার সার্কিট হাউজের সভাকক্ষে সমাপনী অনুষ্ঠান ও সনদ বিতরণের মধ্য দিয়ে এ প্রশিক্ষণ শেষ হয়।
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ ও ঝালকাঠি প্রেসক্লাবের সহযোগিতায় আয়োজিত প্রশিক্ষণে ঝালকাঠি ও পিরোজপুর জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৫০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
বিএফইউজের সভাপতি ওবায়দুর রহমান শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও পৌর প্রশাসক মো. কাওছার হোসেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তৌহিদুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি মো. আককাস সিকদার।
এর আগে বুধবার একই ভেন্যুতে প্রশিক্ষণের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন।
প্রশিক্ষণের প্রথম দিনের সেশনে দৈনিক আমার দেশ পত্রিকার ডেপুটি এডিটর সুলতান মাহমুদ ‘গণভোট-২০২৬ ও সংসদ নির্বাচন: দেশের চাবি আপনার হাতে’ শীর্ষক আলোচনা উপস্থাপন করেন।
ঝালকাঠি প্রেসক্লাব সভাপতি আক্কাস সিকদারের সভাপতিত্বে পিআইবির সিনিয়র প্রশিক্ষক গোলাম মোর্শেদ অনুসন্ধানী সাংবাদিকতা, তথ্য যাচাই, নির্বাচনী অনিয়ম চিহ্নিতকরণ ও নৈতিক সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
দ্বিতীয় দিনের সেশন পরিচালনা করেন এনটিভির জ্যেষ্ঠ প্রতিবেদক নাইমুল আজিজ সাদেক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওবায়দুর রহমান শাহিন এবং পিআইবির সিনিয়র প্রশিক্ষক গোলাম মোর্শেদ।
এ প্রশিক্ষণে নির্বাচনকালীন রিপোর্টিং কৌশল, আচরণবিধি, নির্বাচনী আইন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব এবং শারীরিক ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।