বাসস
  ১৫ জানুয়ারি ২০২৬, ১৬:২৯

ঝালকাঠিতে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ছবি : বাসস

ঝালকাঠি, ১৫ জানুয়ারি, ২০২৬ (বাসস) : ঝালকাঠিতে ৫৪তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষার্থীদের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।  

আজ বৃহস্পতিবার সকালে মিনি স্টেডিয়ামে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. আবু ছাইদ।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। 

ক্রিকেট, ব্যাডমিন্টন, কাবাডিসহ ৩০টি ইভেন্টে ২০০ শতাধিক ছাত্র ছাত্রী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। 
প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন এবং পড়াশোনার পাশাপাশি নিয়মিত ক্রীড়া চর্চায় অংশগ্রহণের আহ্বান জানান।