বাসস
  ২২ জানুয়ারি ২০২৬, ২০:০০

নির্বাচনী প্রচারণায় পঞ্চগড় সফরে যাচ্ছেন জামায়াত আমির

জামায়াত আমির ডা. শফিকুর রহমান। ফাইল ছবি

পঞ্চগড়, ২২ জানুয়ারি, ২০২৬ (বাসস) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আগামীকাল শুক্রবার পঞ্চগড় সফর করবেন।

দলীয় সূত্র জানায়, আগামীকাল পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে পঞ্চগড় চিনিকল মাঠে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জামায়াত আমির।

সূত্র জানায়, ডা. শফিকুর রহমান আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং জামায়াতে ইসলামীর নির্বাচনী অঙ্গীকার নিয়ে বক্তব্য রাখবেন। একই সঙ্গে তিনি দলীয় নেতাকর্মীদের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করবেন।

এদিকে সফরকে সামনে রেখে গতরাতে পঞ্চগড় শহরে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে একটি স্বাগত মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এর আগে দিনের বেলায় জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে দলীয় কার্যালয়ে একটি সংবাদ সম্মেলন করা হয়।

এ ছাড়া জনসভাকে কেন্দ্র করে জেলা ও উপজেলা পর্যায়ের জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন। জনসভা সফল করতে নির্বাচনী প্রচারণা কার্যক্রমও জোরদার করা হয়েছে।

জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইকবাল হোসাইন বলেন, দেশের জনগণ একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন প্রত্যাশা করে।

তিনি বলেন, এই প্রত্যাশা পূরণে জামায়াতে ইসলামী শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছে। পঞ্চগড়ের জনসভা থেকে আমরা জনগণের অধিকার এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার বার্তা তুলে ধরব।