বাসস
  ২১ জানুয়ারি ২০২৬, ১৮:৪২
আপডেট : ২১ জানুয়ারি ২০২৬, ১৮:৫৮

সাতক্ষীরায় ৪টি আসনে ২০ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

ফাইল ছবি

সাতক্ষীরা, ২১ জানুয়ারি ২০২৬ (বাসস): আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার চারটি সংসদীয় আসনের মোট ২০ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। 

আজ বুধবার দুপুরে সাতক্ষীরার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার মিজ আফরোজা আখতার তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এসব প্রতীক বরাদ্দ করেন। 

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে মনোনয়নপত্র বৈধ হয়েছিল ২৩ জন জন প্রার্থীর। এর মধ্যে তিনজন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করায় চূড়ান্তভাবে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ জনে। দলীয় প্রার্থীরা নিজ নিজ দলীয় প্রতীক এবং স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী তাদের পছন্দের প্রতীক পেয়েছেন।

সাতক্ষীরা-১ আসনে ৫ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব পেয়েছেন ধানের শীষ প্রতীক, জামায়াতের মো. ইজ্জত উল্লাহ দাঁড়িপাল্লা প্রতীক, ইসলামি আন্দোলনের শেখ মো. রেজাউল ইসলাম পেয়েছেন হাতপাখা প্রতীক, জাতীয় পার্টির জিয়াউর রহমান পেয়েছেন লাঙ্গল প্রতীক এবং বাংলাদেশ কংগ্রেসের ইয়ারুল ইসলাম পেয়েছেন ডাব প্রতীক।

সাতক্ষীরা-২ আসনে ৫ জন প্রার্থীর মধ্যে বিএনপির প্রার্থী আব্দুর রউফ পেয়েছেন ধানের শীষ প্রতীক, জামায়াতের মুহাদ্দিস আব্দুল খালেক দাঁড়িপাল্লা প্রতীক, জাতীয় পার্টির আশরাফুজ্জামান আশু লাঙ্গল প্রতীক, ইসলামী আন্দোলনের মুফতী রবিউল ইসলাম হাতপাখা প্রতীক এবং বাংলাদেশ জাসদের ইদ্রিস আলী মোটরগাড়ি (কার) প্রতীক পেয়েছেন।

সাতক্ষীরা-৩ আসনে ৬ জন প্রার্থীর মধ্যে বিএনপির প্রার্থী কাজী আলাউদ্দীন ধানের শীষ, জামায়াতের হাফেজ রবিউল বাশার দাঁড়িপাল্লা প্রতীক, জাতীয় পার্টির আলিপ হোসেন লাঙ্গল প্রতীক, ইসলামী আন্দোলনের ওয়েজ কুরনী হাতপাখা প্রতীক পেয়েছেন। এছাড়া আলোচিত স্বতন্ত্র প্রার্থী ডা. শহিদুল আলম ফুটবল এবং বিএমজেপির রুবেল হোসেন রকেট প্রতীক পেয়েছেন।

সাতক্ষীরা-৪ আসনে ৪ জন প্রার্থীর মধ্যে বিএনপির ড. মুহাম্মদ মনিরুজ্জামান ধানের শীষ, জামায়াতের জিএম নজরুল ইসলাম দাঁড়িপাল্লা, জাতীয় পার্টির আব্দুর রশিদ পেয়েছেন লাঙ্গল এবং ইসলামী আন্দোলনের মোস্তফা আল মামুন পেয়েছেন হাতপাখা প্রতীক পেয়েছেন।