বাসস
  ২৮ সেপ্টেম্বর ২০২৫, ২০:৪০

সুনামগঞ্জে যৌতুকের জন্য স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

সুনামগঞ্জ, ২৮ সেপ্টেম্বর ২০২৫ (বাসস): যৌতুকের জন্য স্ত্রী হত্যার দায়ে সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এক আসামিকে মৃত্যুদণ্ড ও ১ লক্ষ টাকা জরিমানা করেছেন। আজ রবিবার দুপুরে জেলা ও দায়রা জজ মুহাম্মদ হাবিবুল্লাহ এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছাতক উপজেলার পৈলেনপুর গ্রামের মৃত আতর আলীর পুত্র শাহীন মিয়া। মামলার নম্বর ১৪৪/১২।  রাষ্ট্রপক্ষের পিপি ছিলেন মো. শামছুর রহমান এবং আসামিপক্ষে আইনজীবী ছিলেন মো. তৈয়বুর রহমান বাবুল।

মামলার অভিযোগ অনুযায়ী, ভিকটিম সুহেনা বেগমের মাতা মৈশাপুর গ্রামের বাসিন্দা মোছা. হালিমা বেগম মামলাটি দায়ের করেন। জানা যায়, বিয়ের পর থেকেই শাহীন মিয়া যৌতুকের জন্য স্ত্রী সুহেনা বেগমের ওপর নির্যাতন চালাতেন। কয়েক দফা টাকা দেওয়ার পরও তিনি আরও ৫ লাখ টাকা দাবি করেন। টাকা আনতে অস্বীকৃতি জানালে ২০১২ সালের ২০ মার্চ রাতে সুহেনাকে মারধর করে হত্যা করা হয়। দুই দিন পর সুরমা নদীতে সুহেনার মরদেহ ভেসে ওঠে। পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে দাফনের ব্যবস্থা করে। তদন্ত শেষে আদালতে চার্জশিট দেওয়া হয়। দীর্ঘ সাক্ষ্য প্রমাণ পর্যালোচনায় আদালত শাহীন মিয়াকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন। রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন।