বাসস
  ৩০ ডিসেম্বর ২০২৫, ১৯:২৭

খালেদা জিয়ার মৃত্যুতে পাবনায় শোকের ছায়া

ছবি: বাসস

পাবনা, ৩০ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পাবনায় বিএনপি নেতাকর্মীসহ সাধারণ মানুষের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। 

আজ মঙ্গলবার সকাল ছয়টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুকে আলিঙ্গন করেন এ আপোষহীন নেত্রী। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে জেলার নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে ভিড় করতে থাকেন। 

বিএনপি চেয়ারপারসনের মৃত্যুতে তার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের পরিচালিত আহেদ আলী বিশ্বাস (এবি)  ট্রাষ্টের ১১০টি মসজিদে চলছে পবিত্র কোরআন তেলওয়াত। দলীয় ও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। পাবনা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক গভীর শোক প্রকাশ করেছেন।

পাবনা জেলা বিএনপির সাবেক দফতর সম্পাদক জহুরুল ইসলাম বলেন, আমরা গভীর শোকাহত। বেগম খালেদা জিয়া ছিলেন জাতীয় রাজনৈতিক সঙ্কটে ঐক্যের প্রতীক, আপোষহীন এক গণতন্ত্রকামী জনবান্ধন নেত্রী। তার মৃত্যুতে সৃষ্ট শূন্যতা পূরণ হওয়ার নয়। তিনি ছিলেন আমাদের শক্তি, সাহস ও অনুপ্রেরণার প্রতীক।

পাবনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডওয়ার্ড কলেজের সাবেক ভিপি নুর মোহাম্মদ মাসুম বগা বলেন, দেশের গণ্ডি পেড়িয়ে বেগম খালেদা জিয়া গণতন্ত্রের বিশ্ব নেত্রীতে পরিণত হয়েছিলেন। আমরা হারিয়ে ফেলেছি রাজনৈতিক নেতৃত্বের এক মহাকাব্য। 

পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার বলেন, খালেদা জিয়া কোনো একক রাজনৈতিক দলের নেতা নন, তিনি এ দেশের সাধারণ মানুষের কাছে সর্বজন শ্রদ্ধার ব্যক্তিত্ব।