বাসস
  ১৮ জানুয়ারি ২০২৬, ১৭:৩৫

পাবনা এডওয়ার্ড কলেজে ছাত্রাবাস নির্মাণ কাজের উদ্বোধন

ছবি : বাসস

পাবনা, ১৮ জানুয়ারি ২০২৬ (বাসস): ছাত্রদের আবাসন সংকট কাটাতে সরকারি এডওয়ার্ড কলেজে ছয়তলা বিশিষ্ট ছাত্রাবাস নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। 

এবি ট্রাস্টের উদ্যোগ ও কাতার চ্যারিটির অর্থায়নে আজ রোববার দুপুরে পাবনা পৌরসভার সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম এ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

কলেজের অধ্যক্ষ প্রফেসর লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে বক্তব্য দেন, কলেজের সাবেক প্রফেসর শিবজিত নাগ, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর কলিমুদ্দিন, পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, কলেজের সাবেক ছাত্রনেতা ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুর মোহাম্মদ মাসুম বগা ও এডওয়ার্ড কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমরুল কায়েস কাব্য। 

এসময় উপস্থিত ছিলেন এবি ট্রাস্টের চেয়ারম্যান ও কেন্দ্রীয় শ্রমিকদলের প্রধান সমন্বয়ক এ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।

কলেজ কর্তৃপক্ষ জানায়, শতবর্ষী এ কলেজে শিক্ষার্থীদের আবাসন সংকট দীর্ঘদিনের। এ সংকটের কথা শুনে এবি ট্রাস্টের চেয়ারম্যান এড. শামসুর রহমান শিমুল বিশ্বাসের উদ্যোগে অত্যন্ত দ্রুততর প্রক্রিয়া শেষে কাতার চ্যারিটির অর্থায়নে ৪ কোটি ৯১ লাখ টাকা ব্যয়ে ছয়তলা ছাত্রাবাসটি নির্মাণ হতে যাচ্ছে।

এই ছাত্রাবাস নির্মাণের মাধ্যমে কিছুটা হলেও ছাত্রদের আবাসন সংকট ঘুচবে জানিয়ে শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর কলিমুদ্দিন বলেন, কলেজে আমাদের আবাসন সংকট দীর্ঘদিনের। এতো দ্রুত সময়ে ছয়তলা ছাত্রাবাস নির্মাণ কাজ শুরু হচ্ছে এটিতে আমরা সত্যিই আপ্লুত।