বাসস
  ০২ ডিসেম্বর ২০২৫, ১৪:১৪

কঙ্গো ও রুয়ান্ডা বৃহস্পতিবার শান্তি চুক্তি স্বাক্ষর করবে: হোয়াইট হাউস

ঢাকা, ২ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ওয়াশিংটনে রুয়ান্ডা এবং ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর নেতাদের একত্রিত করে একটি শান্তি চুক্তি স্বাক্ষর করবেন। 

এর আগে মার্কিন মধ্যস্থতায় করা একটি চুক্তি সহিংসতা বন্ধ করতে ব্যর্থ হওয়ার কয়েক মাস পর এই চুক্তি স্বাক্ষরিত হবে বলে জানা গেছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সোমবার সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প তার মধ্যস্থতায় করা ঐতিহাসিক শান্তি ও অর্থনৈতিক চুক্তি স্বাক্ষরের জন্য রুয়ান্ডা এবং ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর প্রেসিডেন্টদের অভ্যর্থনা জানাবেন।

জুন মাসে হোয়াইট হাউসে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ট্রাম্প একটি পূর্ববর্তী চুক্তি স্বাক্ষরের সময় বৈঠক করেন এবং তখন থেকে ট্রাম্প গর্ব করে বলেন যে কঙ্গো এমন কয়েকটি দেশের মধ্যে একটি যেখানে তিনি যুদ্ধের অবসান ঘটিয়েছেন।  

কিন্তু সহিংসতা চলছেই এবং উভয় পক্ষই একে অপরকে দোষারোপ করছে। তবে নতুন চুক্তি জুনের চুক্তি থেকে কতটা ভিন্ন হবে তা এখনো স্পষ্ট নয়।

রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামে গত সপ্তাহে প্রকাশ্যে কঙ্গো সরকারকে শান্তি চুক্তি স্বাক্ষরে বিলম্ব করার জন্য অভিযুক্ত করেছেন।

নতুন প্রযুক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খনিজ সম্পদে সমৃদ্ধ এই অঞ্চলটি তিন দশক ধরে সশস্ত্র সংঘাতের শিকার। এতে লাখো মানুষের প্রাণ গেছে।

গত মাসে ওয়াশিংটনে আলোচনায় রুয়ান্ডা ও কঙ্গো স্বীকার করেছে, জুনের চুক্তি বাস্তবায়নে অগ্রগতি পিছিয়ে আছে। তবে তারা উত্তেজনা কমাতে কাজ চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছে।