শিরোনাম

ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৫ (বাসস): সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর বক্তব্য দাবিতে ভুয়া ফটোকার্ড দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ।
ফ্যাক্টওয়াচ জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া দু’টি ফটোকার্ডের একটিতে লেখা- ‘কোথাকার এক বাউলকে পানিতে ফেলে দেওয়ার ঘটনায় এত চিৎকার চেঁচামেচি করা হচ্ছে, কিন্তু লালন উৎসব আয়োজন নিয়ে কোন কৃতজ্ঞতা নাই। এইসব আচরণ স্বৈরাচারদের ফিরে আসার পথ সুগম করে।’
আরেকটিতে লেখা-‘বাউল শিল্পীদের উচিত মাওলানা আজহারী, মুফতি ইব্রাহীম এবং মাওলানা তারেক মনোয়ারের মতো আলেমদের সঙ্গে পরামর্শ করে গান রচনা করা। এতে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার মতো পরিস্থিতি এড়ানো সম্ভব হবে।’
ফ্যাক্টওয়াচের অনুসন্ধান টিম জানায়, ‘দেশের মূল ধারার সংবাদমাধ্যম বা মোস্তফা সরয়ার ফারুকীর ভেরিফায়েড ফেসবুক পেজে এমন কোনো বক্তব্য খুঁজে পাওয়া যায়নি।’
দেশে চলমান গুজব ও ভুয়া খবর প্রতিরোধ এবং জনগণকে সঠিক তথ্য পৌঁছে দিতে কাজ করছে ফ্যাক্টওয়াচ। এটি লিবারেল আর্টস বাংলাদেশ বিশ্ববিদ্যালয় অনুমোদিত এবং সেন্টার ফর ক্রিটিকাল অ্যান্ড কোয়ালিটিভেটিভ স্টাডিজ (সিকিউএস) পরিচালিত একটি স্বাধীন ফ্যাক্ট-চেকিং সংস্থা।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ভিডিও, খবর ও গুজব ছড়ানোর ঘটনা বেড়েছে। ফ্যাক্টওয়াচ এসব বিষয় নজরে রেখে সত্য তুলে ধরা এবং গুজব প্রতিরোধে কাজ করে যাচ্ছে।