বাসস
  ০৮ জানুয়ারি ২০২৬, ১৯:৫৯

তারেক রহমানের বক্তব্য বিকৃত করে ভারতীয় গণমাধ্যমের বিভ্রান্তির অপচেষ্টা সনাক্ত : বাংলাফ্যাক্ট

ছবি: বাংলাফ্যাক্ট

ঢাকা, ৮ জানুয়ারি, ২০২৬ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য বিকৃত করে ভারতীয় গণমাধ্যমে প্রকাশ করে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট জানায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের অস্তিত্বের জন্য ভারতকে কৃতিত্ব দিয়েছেন- এমন দাবি করে একটি সংবাদ প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম প্রতিষ্ঠান ফার্স্টপোস্ট। গত সোমবার (৫ জানুয়ারি) গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে ডেমোক্রেটিক ইউনাইটেড ফ্রন্ট (ডিইউএফ) নেতাদের সঙ্গে সাক্ষাৎকালে এমন কথা বলেছেন বলে উল্লেখ আছে প্রতিবেদনটিতে।

বাংলাফ্যাক্টের যাচাইয়ে দেখা গেছে, তারেক রহমান গত সোমবার (৫ জানুয়ারি) গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে ডেমোক্রেটিক ইউনাইটেড ফ্রন্ট (ডিইউএফ) নেতাদের সঙ্গে সাক্ষাৎকালে এমন কোনো মন্তব্য করেননি। বরং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলেছিলেন।

বাংলাফ্যাক্ট জানায়, তারেক রহমানের বক্তব্যকে বিকৃত করে ভারতীয় গণমাধ্যম ‘ফার্স্টপোস্ট’ শিরোনাম করেছে, তারেক রহমান বাংলাদেশের অস্তিত্বের জন্য ভারতকে কৃতিত্ব দিয়েছেন। 

অথচ পুরো প্রতিবেদনে এমন কোনো বক্তব্য, বাক্য বা উদ্ধৃতি পাওয়া যায় না। এমনকি শিরোনাম ছাড়া প্রতিবেদনের অন্য কোনো অংশে ‘ভারত’ শব্দটিরও উল্লেখ নেই। তারেক রহমানের এমন কোনো বক্তব্যও মূলধারার কোনো গণমাধ্যমে পাওয়া যায়নি।

ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, গত বছর থেকে ভারতীয় গণমাধ্যম, ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং দেশের কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। এসব অপতথ্য বিশেষ করে অন্তর্বর্তীকাল সরকার, চব্বিশের আন্দোলনে অংশ নেওয়া দল ও সংগঠনকে লক্ষ্য করে ছড়ানো হচ্ছে।

ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বাংলাফ্যাক্ট। বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।