বাসস
  ১১ ডিসেম্বর ২০২৫, ১৮:৫৪
আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫, ১৯:০৮

এআই দিয়ে জয়-ট্রাম্পের ছবি তৈরি করে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত : বাংলাফ্যাক্ট

ছবি : পিআইবি

ঢাকা, ১১ ডিসেম্বর, ২০২৫ (বাসস): এআই দিয়ে জয়-ট্রাম্পের ছবি তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট জানায়, সম্প্রতি ‘জয়কে হোয়াইট হাউসে আমন্ত্রণ, ট্রাম্পের মোড় ঘুরতে যাচ্ছে বাংলাদেশের রাজনীতি’ শিরোনামে ডোনাল্ড ট্রাম্প ও সজীব ওয়াজেদ জয়ের ছবি সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়ানো হচ্ছে।

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। আদতে গজব ভিশন নামের একটি সার্কাজম পেজ থেকে বিনোদনের উদ্দেশ্যে ফটোকার্ডটি প্রথম প্রচার করা হয়। পরবর্তীতে সেটি বাস্তব ঘটনা দাবিতে ছড়িয়ে পড়ে। তাছাড়া এআই টুলে পরীক্ষা করে জয়-ট্রাম্পের ছবিটি এআই-সৃষ্ট বলে জানা যায়।

ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বাংলাফ্যাক্ট। বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।