শিরোনাম

বাংলাফ্যাক্ট জানায়, বর্তমানে সাধারণত কোনো দেশের নির্বাচন পর্যবেক্ষণ করে না জাতিসংঘ। ‘নির্বাচনী পর্যবেক্ষণ’ কার্যক্রম থেকে ক্রমাগত সরে আসার নীতির কারণে এবং সাধারণ পরিষদ বা নিরাপত্তা পরিষদের সুনির্দিষ্ট ম্যান্ডেট (অনুমোদন) ছাড়া জাতিসংঘ কোনো দেশে পর্যবেক্ষক দল পাঠায় না। ফলে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতিসংঘের পর্যবেক্ষক দল না আসাটাই স্বাভাবিক।
বাংলা ফ্যাক্ট আরও জানায়, অন্তত দেড় দশক ধরে জাতিসংঘ নির্বাচন পর্যবেক্ষণের কাজ থেকে সরে আসছে। সাধারণ পরিষদ বা নিরাপত্তা পরিষদের আনুষ্ঠানিক ম্যান্ডেড ছাড়া জাতিসংঘ পর্যবেক্ষক দল পাঠায় না।
বাংলাদেশে চলমান গুজব, অপতথ্য ও ভুল খবর প্রতিরোধ করে জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে ‘বাংলা ফ্যাক্ট’। ইতোমধ্যে ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য শনাক্ত করেছে প্রতিষ্ঠানটি।