বাসস
  ১৮ নভেম্বর ২০২৫, ১৪:২০

হাসিনার রায় নিয়ে দেওয়া বিবৃতিতে সম্মতি ছাড়াই শিক্ষকদের নাম: বাংলাফ্যাক্ট

ছবি: বাংলাফ্যাক্ট

ঢাকা, ১৮ নভেম্বর, ২০২৫ (বাসস) : শিক্ষকের অনুমতি বা সম্মতি ছাড়াই তাদের নাম ব্যবহার করে ‘শেখ হাসিনার রায় নিয়ে বিবৃতি’ শিরোনামে সংবাদ ছাপানো হয়েছে।

কয়েকজন শিক্ষক প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্টকে এ তথ্য জানান।

বাংলাফ্যাক্ট জানায়, জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মানবতাবিরোধী অপরাধে গতকাল (সোমবার) মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

‘বাহান্ন নিউজ’ নামে একটি অনলাইন পোর্টালে ‘শেখ হাসিনার বিরুদ্ধে রায় প্রত্যাখ্যান করে বিশ্ববিদ্যালয়ের ১০০১ শিক্ষকের বিবৃতি’-এমন শিরোনামে নিউজ প্রকাশিত হয়।

তবে ওই বিবৃতিতে অনুমতি বা সম্মতি ছাড়াই নাম ব্যবহার করা হয়েছে বলে বাংলাফ্যাক্টকে অভিযোগ জানান বেশ কয়েকজন শিক্ষক।

গত বছর থেকে ভারতীয় গণমাধ্যম এবং ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, পাশাপাশি দেশেও বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট থেকে বাংলাদেশকে জড়িয়ে, অন্তর্বর্তী সরকার, চব্বিশের আন্দোলনে অংশ নেওয়া দল ও সংগঠনের বিরুদ্ধে গুজব, ভুয়া তথ্য প্রচারের হার বেড়েছে বলে প্রমাণ পেয়েছে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো।

ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য শনাক্ত করেছে দেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বাংলাফ্যাক্ট। বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।