শিরোনাম

ঢাকা, ১৫ জানুয়ারি ২০২৬ (বাসস) : ‘বিএসইসি ক্যাপিটাল মার্কেট জার্নালিজম এক্সিলেন্স অ্যাওয়ার্ডস অ্যান্ড ফেলোশিপ ২০২৫’ পেলেন ৯ সাংবাদিক। পুঁজিবাজারের ওপর স্বচ্ছ, নির্ভরযোগ্য ও গবেষণামূলক সাংবাদিকতাকে উৎসাহিত করার লক্ষ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ অ্যাওয়ার্ড দিয়ে থাকে।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) মাল্টিপারপাস হলে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। অনুষ্ঠানে কমিশনের কমিশনারবৃন্দ, জুরিবোর্ডের সদস্য, বিএসইসির নির্বাহী পরিচালক ও পরিচালকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেন, এই অ্যাওয়ার্ডস ও ফেলোশিপের উদ্দেশ্য শুধু পুরস্কার প্রদান নয়, বরং দায়িত্বশীল, গবেষণাভিত্তিক ও প্রভাবশালী সাংবাদিকতাকে দীর্ঘমেয়াদে উৎসাহিত করা। তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, এই উদ্যোগ তাদের স্বাধীনতা, পেশাগত শক্তি ও দায়িত্ববোধ আরও দৃঢ় করবে। পুঁজিবাজারের সংস্কার, আধুনিকায়ন ও উন্নয়ন যাত্রায় গণমাধ্যমকে বিএসইসি একটি গুরুত্বপূর্ণ ও নৈতিক অংশীদার হিসেবে বিবেচনা করে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বিএসইসির কমিশনার মো. মোহসিন চৌধুরী বলেন, বিএসইসি ক্যাপিটাল মার্কেট জার্নালিজম এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ও ফেলোশিপ প্রোগ্রামের মূল লক্ষ্য হলো-পুঁজিবাজার বিষয়ে স্বচ্ছ, দায়িত্বশীল, গবেষণানির্ভর ও নৈতিক সাংবাদিকতাকে স্বীকৃতি ও উৎসাহ দেওয়া।
তিনি বলেন, এই উদ্যোগের মাধ্যমে সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, বিশ্লেষণী সক্ষমতা বৃদ্ধি, তথ্যের সঠিকতা নিশ্চিতকরণ এবং গণসচেতনতা আরও জোরদার করা সম্ভব হবে। একই সঙ্গে পুঁজিবাজারের স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতে সাংবাদিকদের গঠনমূলক ভূমিকা আরও সুসংহত হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জুরিবোর্ডের সদস্য- ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক, ড. এস এম শামীম রেজা , ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আল-আমিন, ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের সাবেক প্রেসিডেন্ট এস এম গোলাম সামদানী ভূঁইয়া, বিএসইসি’র নির্বাহী পরিচালক মো. আনোয়ারুল ইসলাম এবং বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটসের মো. রিজভী আহমেদ বক্তব্য দেন।
উল্লেখ্য, পুঁজিবাজারে কর্মরত সাংবাদিকদের ‘প্রিন্ট’, ‘ইলেক্ট্রনিক’ ও ‘অনলাইন মিডিয়া’-এই তিন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। প্রতিটি ক্যাটাগরিতে একজন মূল বিজয়ীর পাশাপাশি দুইজনকে বিশেষ পুরস্কার দেওয়া হয়। বিএসইসি চেয়ারম্যান ও কমিশনারবৃন্দ পুরস্কারপ্রাপ্তদের হাতে ক্রেস্ট ও চেক তুলে দেন। মূল বিজয়ীকে ২ লাখ ৫০ হাজার এবং বিশেষ পুরস্কারপ্রাপ্তদের ১ লাখ টাকা করে ও ক্রেস্ট প্রদান করা হয়।
প্রিন্ট মিডিয়া ক্যাটাগরিতে প্রধান বিজয়ী হয়েছেন ডেইলি স্টার পত্রিকার আহসান হাবিব। বিশেষ পুরস্কার পেয়েছেন দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার এম এ জলিল মুন্না, এবং দৈনিক সমকালের সিনিয়র রিপোর্টার আনোয়ার ইব্রাহিম।
ইলেক্ট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে জয়ী হয়েছেন ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের তৌহিদুল ইসলাম। এ ক্যাটাগরিতে বিশেষ পুরস্কার পেয়েছেন এখন টেলিভিশনের রিপোর্টার মো. আতাউর রহমান, এবং যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার আলমগীর হোসেন।
অনলাইন মিডিয়া ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন রাইজিং বিডি ডট কম-এর সিনিয়র রিপোর্টার এস এম নুরুজ্জামান তানিম। বিশেষ পুরস্কার পেয়েছেন জাগোনিউজ টোয়েন্টিফোর ডট কম-এর সিনিয়র রিপোর্টার মো. আবু সাঈদ এবং বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম এর সিনিয়র করেসপন্ডেন্ট এস এম এ কালাম।