বাসস
  ১৫ জানুয়ারি ২০২৬, ১৯:৫১

একাধিক অধ্যাদেশ ও আন্তর্জাতিক চুক্তির খসড়া অনুমোদন উপদেষ্টা পরিষদে 

বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি : পিআইডি

ঢাকা, ১৫ জানুয়ারি, ২০২৬ (বাসস) : অন্তর্বর্তী সরকার একাধিক অধ্যাদেশের খসড়া, আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) তিনটি কনভেনশনে সম্মতি দেওয়ার প্রস্তাব এবং বাংলাদেশ ও আজারবাইজানের মধ্যে একটি চুক্তির খসড়া অনুমোদন করেছে। 

আজ বৃহস্পতিবার রাজধানীতে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এসব অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব তথ্য জানান।

তিনি বলেন, উপদেষ্টা পরিষদ মাইক্রোফাইন্যান্স ব্যাংক অধ্যাদেশ ২০২৬, রেজিস্ট্রেশন (দ্বিতীয় সংশোধনী) অধ্যাদেশ ২০২৬ এবং মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ (সংশোধনী) অধ্যাদেশ ২০২৬-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে।

এ ছাড়া আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) তিনটি কনভেনশনে সম্মতি দেওয়ার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এসব কনভেনশন হলো—

১৯৬৯ সালের তেল দূষণজনিত ক্ষতির জন্য দেওয়ানি দায় সংক্রান্ত আন্তর্জাতিক কনভেনশন (সিএলসি), ২০০১ সালের বাংকার তেল দূষণজনিত ক্ষতির জন্য দেওয়ানি দায় সংক্রান্ত আন্তর্জাতিক কনভেনশন এবং ২০০৭ সালের নাইরোবি আন্তর্জাতিক জাহাজ ধ্বংসাবশেষ অপসারণ কনভেনশন।

বৈঠকে আরও অনুমোদন দেওয়া হয়েছে বাংলাদেশ ও আজারবাইজান সরকারের মধ্যে কূটনৈতিক, সরকারি ও সার্ভিস পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি সংক্রান্ত একটি চুক্তির খসড়া।

ব্রিফিংয়ে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এবং প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন।