শিরোনাম

ঢাকা, ১৫ জানুয়ারি ২০২৬ (বাসস): ‘প্রিপারেশন অফ ডিপোজিট ইনস্যুরেন্স প্রিমিয়াম ডিটারমিনেশন স্টেটমেন্ট’ নামে বুধবার থেকে দুই দিনের একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ ব্যাংকের (বিবি) আমানত বীমা বিভাগ। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক কাকলি জাহান আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এ কর্মশালার উদ্বোধন করেন।
কর্মশালার মূল উদ্দেশ্য ছিল দেশের সকল শিডিউল ব্যাংকের কর্মকর্তাদের আমানত বীমা সংক্রান্ত নীতিমালা ও প্রোটোকল বাস্তবায়নে প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি করা। কর্মশালায় ৬১টি শিডিউল ব্যাংকের ১২২ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে কাকলী জাহান আহমেদ বাংলাদেশের ব্যাংকিং খাতের বর্তমান আমানত বীমা ব্যবস্থার তথ্য ও প্রক্রিয়া সম্পর্কে বক্তব্য রাখেন। কর্মশালা পরিচালনা করেন আমানত বীমা বিভাগের পরিচালক মো. সেলিম আহমেদ। তিনি ব্যাংকের আমানতকারীর স্বার্থ রক্ষা নিশ্চিত করার জন্য সঠিক ও সম্পূর্ণ তথ্যের গুরুত্বের উপর জোর দেন।
প্রশিক্ষণ সেশনে অংশগ্রহণকারীদের জন্য গুরুত্বপূর্ণ ও বিস্তারিত টেকনিক্যাল সেশন পরিচালনা করেন সিনিয়র কর্মকর্তারা—অ্যাডিশনাল ডিরেক্টর নূরে আসমা নাদিয়া এবং জয়েন্ট ডিরেক্টররা আমিনা আক্তার ও তানিয়া সুলতানা।
কর্মশালার অন্যতম মূল আকর্ষণ ছিল ‘ডিপোজিট প্রোটেকশন অর্ডিন্যান্স-২০২৫’ এর বিশদ বিশ্লেষণ এবং আমানত বীমা সম্পর্কিত ডেটা প্রস্তুতির সূক্ষ্ম দিকগুলো নিয়ে গভীর আলোচনা।
প্রশিক্ষণ শেষ হয় ইন্টারঅ্যাকটিভ প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে, যেখানে ব্যাংকের কর্মকর্তারা নতুন অর্ডিন্যান্স বাস্তবায়ন ও প্রিমিয়াম নির্ধারণ প্রক্রিয়ার প্রযুক্তিগত জটিলতা সম্পর্কে প্রশ্ন তুলতে এবং ব্যবহারিক অভিজ্ঞতা শেয়ার করতে পারেন। এভাবে বাংলাদেশের ব্যাংকিং খাতে আমানত বীমা ব্যবস্থার কার্যকারিতা ও দক্ষতা আরও বৃদ্ধি পাবে বলে প্রত্যাশা করা হচ্ছে।